বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের পিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোঃ আরিফ রাব্বানী খান। আহত আরিফ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১২ নং স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখোলা গ্রামের মৃতু আঃ আজিজুর রহমান খানের পুত্র৷ তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ৷
গত ৪ জুলাই ঢাকার মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে আন্দোলনে যোগদেন আরিফ সেখানে পুলিশের পিটুনি খেয়ে মারাত্মক আহত হয়ে দৌড় দিয়ে সরে যাওয়ার সময় রাস্তায় পড়ে গিয়ে ডান পায়ের হাড় ভেঙ্গেযায় ৷
আরিফ রাব্বানী আরো জানান, ছাত্র জনতার সহযোগীতায় আহতবস্থায় তাকে ঢাকার শ্যামলী পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ডাক্তাররা তার পায়ে অস্ত্র পচার করেন এবং আগামী মঙ্গলবার পুনরায় তার পায়ে অস্ত্র পচার করা হবে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন ৷
মোঃ আরিফ রাব্বানী খান আরো জানান, বর্তমানে ঢাকার শ্যামলী পঙ্গু হাসপাতালের ( নিটোর) নতুন ভবনের ১০ তালার ইউনিট বু ০১ সিট নং ১০০৩ তে সিকিৎসাধীন রয়েছেন এবং ছাত্ররা তাকে হাসপাতালে বিভিন্ন ভাবে সহযোগী করে যাচ্ছেন ৷
মোঃ অরিফ রাব্বানী খান তার সুস্থ্যতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ৷